স্টাফ রিপোর্টার: ররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বর্তমানসরকারের মেয়াদের একদিন আগেও এ সরকারকে সরানো যাবে না। জনগণের প্রত্যক্ষভোটের মাধ্যমে সংবিধান অনুযায়ী এ সরকার ক্ষমতায় এসেছে। কারও দয়ায় এ সরকারক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। তাই এ দলের গঠনতন্ত্র মেনেসকলকে একযোগে কাজ করে যেতে হবে। দল থেকে কি পেলাম, আর কি পেলাম না তা ভুলেগিয়ে সব কিছুর উর্ধ্বে থেকে ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ দায়িত্বপালন করতে হবে। গতকালবৃহস্পতিবার দুপুরে চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাবলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারে পরিকল্পনা অনুযায়ীআগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করতেহবে।