মাথাভাঙ্গা মনিটর: মেক্সিকোর পূর্বাঞ্চলীয় প্রদেশ ভারাক্রুজে একটি গণকবর থেকে ২৮টি লাশ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ।তবে এ কীভাবে এদের মৃত্যু হয়েছে সে ব্যাপারে কোনো কিছু না জানালেও লাশেরসংখ্যা আরো বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।অঞ্চলটিতে প্রতিদ্বন্দ্বী মাদকচক্রের মধ্যে প্রায়ই প্রাণঘাতী সংঘর্ষ বাধে।মধ্যআমেরিকার হাজার হাজার অভিবাসী যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য এ অঞ্চলটিকে রুট হিসেবে ব্যবহার করে থাকে।২০০৭ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে মাদকসম্পর্কিত সহিংসতায় ৮৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।অজ্ঞাত একজন ব্যক্তি ওয়াস্কাকা প্রদেশের সীমান্তের এ গণকবরটির খোঁজ জানান।কর্তৃপক্ষ আরো লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। যে লাশগুলো ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় জানার চেষ্টাও চলছে।