মাথাভাঙ্গা মনিটর: নিজেদেরদ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে কলম্বিয়া। এই জয়ের ফলে দু ম্যাচ থেকে ৬ পয়েন্টনিয়ে দ্বিতীয় পর্বের টিকিট প্রায় নিশ্চিতই করে ফেলল লাতিন আমেরিকার দলটি।বৃহস্পতিবাররাতের প্রথম খেলায় আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়েছেকলম্বিয়া।ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ম্যাচটির পুরো সময়জুড়েই বিরাজ করেছে টানটানউত্তেজনা। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চললেও প্রথমার্ধে গোলেরদেখা পায়নি কোনো দলই। তবে উভয়দলই কয়েকটি ভালো সুযোগ নষ্ট করে।দ্বিতীয়ার্ধে ৬৪ ও ৭০ মিনিটে পরপর দুই গোল করে এগিয়ে যায় কলম্বিয়া। ৭৩মিনিটে গোল করে আরেকবার লড়াইয়ের বার্তা দিয়েছিল আফ্রিকার দলটি। তবেনির্ধারিত সময়ের মধ্যে আর কোনো বল কলম্বিয়ার জালে জড়াতে ব্যর্থ হনদ্রগবারা।খেলার ৬৮ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে হেড করে আইভোরিকোস্টের জালে বল জড়ান রুদ্রিগেজ। এর ঠিক ৬ মিনিটের মাথায় ৭০ মিনিটে আবারোগোল খেয়ে বসে আইভরি কোস্ট।৭৩ মিনিটে এক গোল শোধ দিলেও সমতায় ফেরা হয়নিদ্রগবাদের।৭০ মিনিটে আইভরি কোস্টের জালে আবারও বল জড়ানকুইনটেরো। ৭৩ মিনিটে গোল করে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন গারভিনহো। তবেএখানে শেষ। নির্ধারিত সময় শেষে এগিয়েই থাকলো কলম্বিয়া।