স্টাফ রিপোর্টার: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিতঘোষণা-সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৯ ধারার বৈধতা নিয়ে দায়েরকরা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আর এতে বর্তমান সংসদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা পরোক্ষ ভাবে বৈধতা পেয়েছেন বলেজানিয়েছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দারএবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে।একই সাথে নাভোটের বিধান চেয়ে দায়ের করা আরেকটি রিট আবেদনও খারিজ করেদিয়েছেন আদালত। গতকাল শুনানি শেষে আদালত রায়ের এ দিন ধার্য্য করে। এ মামলায়ছয় জন এমিকাসকিউরি আদালতে মতামত দিয়েছেন। তাদের মধ্যে মাহমুদুল ইসলামছাড়াও গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারা বৈধ বলে মত দেন ব্যারিস্টার আজমালুলহোসেন কিউসি এবং ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অন্যদিকেড. কামালহোসেন, ব্যারিস্টার রফিক-উল হক এবং বদিউল আলম মজুমদার বিগত সংসদ নির্বাচনে১৫৪ সংসদ সদস্যের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা অবৈধ বলে মত দেন।রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম এবং অতিরিক্ত এটর্নি জেনারেলমুরাদ রেজা শুনানি করেন। অন্যদিকেরিট আবেদনের পক্ষে শুনানি করেনব্যারিস্টার হাসান এমএস আজিম এবং রেদোয়ান আহমেদ রানজীব। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধানের বৈধতা নিয়ে গত ১৬ই ফেব্রুয়ারিহাইকোর্ট রুল জারি করেছিলো। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আবদুসসালামের দায়ের করা রিট আবেদনে হাইকোর্ট ওই রুল জারি করে।