স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখহাসিনাকে নিয়ে সংসদে গান গেয়েছেন লোকসংগীতশিল্পী মমতাজ বেগম। প্রস্তাবিতবাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে গতকাল সংসদে তিনি খালি গলায় গান গেয়ে শোনান।স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী বাজেটের ওপর আলোচনার আহ্বান জানালে মমতাজবেগম গেয়ে শোনান, ‘যতদিন রবে পদ্মা, মেঘনা, গৌরী যমুনা বহমান, ততোদিন রবেকীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মমতাজ তাঁর বাজেট বক্তৃতা শেষকরেন ওই গানের প্যারোডি দিয়ে। ‘হায়রে বাঙালি, ওরে বাঙালি, তোরা বুঝবি রেএকদিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যেদিন। শেখ হাসিনারজন্য আছে মুক্তিযুদ্ধের চেতনা, তা না হলে ওসব কথা বলাই যেতো না…। এ সময়সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসতে থাকেন। অন্য এমপিরা টেবিলচাপড়ে মমতাজকে অভিনন্দন জানান। এর আগেও তিনি নবম সংসদে বাজেটের ওপর আলোচনাযঅংশ নিয়ে সংসদে গান গেয়ে শোনান।