দৌলতপুরে অস্ত্র ও ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

 

 

দৌলতপুর প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ সীমান্ত এলাকা থেকে অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে দৌলতপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

থানা পুলিশ জানায়, গত বুধবার রাত ২টার দিকে গোপন খবর পেয়ে পুলিশ আদাবাড়িয়া ইউনিয়নের ভারত সীমান্ত সংলগ্ন ধর্মদহ পূর্বপাড়া ব্যাঙগাড়ি মাঠে অভিযান চালায়। এসময় উপজেলার পাকুড়িয়া গ্রামের বায়েজ উদ্দিনের ছেলে মাদকব্যবসায়ী মিন্টুকে (৪০) একটি পাইপগান, ৩ রাউন্ড গুলি ও ২’শ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এ ব্যাপারে দৌলতপুর থানায় অস্ত্র ও মাদকআইনে পৃথক দুটি মামলা হয়েছে।