ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে ছেলের হাতে পিতা লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে কার্পাসডাঙ্গা কাস্টমস মোড়ে এঘটনা ঘটে।
জানাগেছে, দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের মৃত হযরত আলী তরফদারের ছেলে নেওয়াজ আলী তরফদার।নেওয়াজ আলীর দু ছেলে রনি (২৮) ও জনিসহ (২৫) ৪/৫ জন মিলে ২য় স্ত্রীকে ঘরে তোলার অপরাধে পিতা নেওয়াজকে লাঞ্ছিত করে। এবিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে নেওয়াজ বাদী হয়ে দু ছেলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।