ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। ফাঁড়ির সদস্য এএসআই তপন কুমার নন্দী গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে দামুড়হুদা উপজেলার মুন্সীপুর গ্রামের ফকির মোহাম্মদের ছেলে আশাদুলকে (২৬) তার বাড়ি থেকে গ্রেফতার করেন। গতকালই দামুড়হুদা মডেল থানায় তাকে সোপর্দ করা হয়েছে।