স্টাফ রিপোর্টার: মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের কৃষক হযরত আলীর বাড়িতে বুধবার মধ্যরাতে ককটেল হামলা হয়েছে। দাবিকৃত চাঁদা না পেয়ে চাঁদাবাজরা এ হামলা চালিয়েছে বলে ভুক্তভোগী সূত্রে জানা গেছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১টার দিকে সিংহাটি শিমুলতলা গ্রামের উত্তরপাড়ার আদালত মণ্ডলের ছেলে হযরত আলীর বাড়িতে কয়েকজন হানা দেয়। ঘরের দরজা খোলার জন্য গৃহকর্তাকে ডাকাডাকি করে। দরজা না খোলায় উঠোনে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছার বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই বিশ্বনাথ মণ্ডলসহ পুলিশ সদস্যরা।
বিশ্বনাথ মণ্ডল জানান, বিস্ফোরণ ঘটেছে তবে কোনো আলামত পাওয়া যায়নি। বেশ কিছুদিন ধরে হযরত আলীর কাছে মোবাইলে চাঁদা দাবি করে আসছিলো একটি চাঁদাবাজচক্র। চাঁদা না পেয়ে ভীতি সৃষ্টির উদ্দেশে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।