স্টাফ রিপোর্টার: বাজেটে কর আরোপের প্রস্তাবে সিম কার্ডের দাম বাড়িয়েছে গ্রামীণফোন।এখনথেকে গ্রামীণফোনের সব প্রিপেইড সিমের দাম ২০০ টাকা। আগের মূল্য ছিলো ১৮৮টাকা। এছাড়া সিম কার্ড পরিবর্তনের জন্য গ্রাহকদের আগের নির্ধারিত ৭৫ টাকারপরিবর্তে ৫০ টাকা বাড়িয়ে ১২৫ টাকা দিতে হবে।গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, প্রস্তাবিত বাজেটে সিম পরিবর্তনের ওপর কর নির্ধারণের ফলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।বিজ্ঞপ্তিতেবলা হয়, ব্যবসায়িক বাস্তবতার কারণে এ দাম বাড়ানো হয়েছে। কারণ সিমপরিবর্তনের ওপর প্রস্তাবিত ১০০ টাকা কর ইতোমধ্যেই বিপুল করভারের ওপর আরোচাপ সৃষ্টি করবে। যদিও বাংলাদেশের মোবাইল শিল্প বিশ্বের নিম্নতম কল রেটপ্রদান করছে, কিন্তু মোবাইল অপারেটররা তাদের প্রতি ১০০ টাকা আয়ের ৫৫ টাকাইসরকারের হাতে তুলে দিচ্ছে।