মেহেরপুর অফিস: মেহেরপুর-কাথুলী সড়কে মেহেরপুর কায়েমকাটার মোড় এলাকায় এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা ২টি বাইসাইকেল ছিনতাই করেছে।ছিনতাই কাজে বাধা দেয়ায় ছিনতাইকারীরা ২ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে।আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ভোর রাতে।
জানা যায়, এদিন ভোরে মেহেরপুর-কাথুলী সড়কে ৭-৮ জন ছিনতাইকারী আবুল হাশেম (৫২) ও নায়েব আলীর (৪২) ওপর হামলা চালিয়ে ২টি সাইকেল ছিনতাই করে। ছিনতাই কাজে বাঁধা দেয়ায় ছিনতাইকারীরা তাদের ২ জনকে কুপিয়ে জখম করেছে। পরে পথচারীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। আহত নায়েব আলী মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামের মেহের আলীর ছেলে। আর আবুল হোসেন মেহেরপুর শহরের নতুনপাড়া পৌর কলেজপাড়ার চটাই শেখের ছেলে। তারা দুজন মেহেরপুর দরিদ্র বিমোচন সংস্থার পাহারাদার।