পশ্চিম মালয়েশিয়া উপকূলে নৌকাডুবে নিখোঁজ ৬৬

মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ার পশ্চিম উপকূলে ডুবে যাওয়া একটি কাঠেরনৌকার ৬৬ জন যাত্রী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নৌকাটিতে ৯৭ জনইন্দোনেশীয় অবৈধ অভিবাসী যাত্রী ছিলেন। গত মঙ্গলবার মধ্যরাতের দিকে মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় শহর বান্টিং থেকে৩ কিলোমিটার দূরে মালাক্কা প্রাণালীতে নৌকাটি ডুবে যায়, জানিয়েছেন মালয়েশীয়কর্মকর্তারা।নৌকাটির যাত্রীদের মধ্যে শিশু ও নারীও ছিলো এবং নৌকাটি সমুদ্রযাত্রার উপযোগী ছিলো না বলে জানিয়েছেন মালয়েশীয় মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি’রকর্মকর্তা মুহাম্মদ জুরি।জুরি বলেন, নৌকাটি অবৈধছিলো এবং এর যাত্রীরা সবাই ইন্দোনেশীয় ছিলেন।প্রথমে ৬১ যাত্রী নিখোঁজ হওয়ারকথা জানিয়েছিলেন তিনি; পরে ৩১ জনকে উদ্ধারের কথা জানিয়ে ৬৬ জন নিখোঁজ রয়েছে বলেনিশ্চিত করেন।জুরি আরো জানিয়েছেন, জীবিতদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে একটিনৌকা পাঠানো হয়েছে এবং আরো দুটি পাঠানো হচ্ছে।