নাইটিঙ্গেল প্রিমিয়ার লিগের ক্রিকেটার ও দর্শকদের জন্য যে উৎসাহমূলক পুরস্কার থাকছে

 

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গার ক্ষুদে ক্রিকেটারদেরকে উৎসাহিত করার জন্য চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এনপিএল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রিকেটার ও দর্শকদের জন্য থাকছে আকর্ষণীয় গিফট, প্রাইজমানি ও অ্যাওয়ার্ড প্রতীক। এনপিএল’র সদস্য সচিব তরুণ ক্রীড়া সংগঠক নইম হাসান জোয়ার্দ্দার ও পরিচালক ইসলাম রকিব জানান,প্রতিটি ম্যাচে ম্যান অবদ্য ম্যাচ,সর্বোচ্চ সংখ্যক ৬ অর্জনকারী, সর্বোচ্চ উইকেট ও সর্বোচ্চ রান ক্রিকেটারা নগদ অর্থ ও পুরস্কার লাভ করবে এবং দর্শকদের জন্যও থাকবে পুরস্কার । প্রতিটি ম্যাচে যে দর্শক প্রথম বাউন্ডারির বাইরে থেকে ক্যাচ ধরবে তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। সবদিক বিবেচনায় ম্যান অবদ্য এনপিএল’র জন্য থাকবে চমৎকার অ্যাওয়ার্ড ও প্রাইজমানি। এছাড়া চ্যাম্পিয়ন টিমের জন্য থাকবে নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির প্রধান উপদেষ্টা মাননীয় হুইপ বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের পক্ষ থেকে থাকবে সম্মানজনক প্রাইজমানি ও চ্যাম্পিয়ন ট্রফি। রানারআপ দলের জন্য এনপিএল’র চেয়ারম্যান চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের পক্ষ থেকে থাকবে সম্মানজনক প্রাইজমানি ও রানারআপ ট্রফি।ক্ষুদে ক্রিকেটারদের উৎসাহিত করতে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের পাশে দাঁড়াতে সম্মত হয়েছেন তাদেরকে অসংখ্য ধনবাদ জানিয়েছে টুর্নামেন্ট পরিচালনা কর্তৃপক্ষ। উল্লেখ্য আগামীকাল শুক্রবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা টাউন ক্লাব মাঠে এনপিএল’র উদ্বোধনঅনুষ্ঠিত হবে।