স্টাফ রিপোর্টার: দামুড়হুদা জয়রামপুরের স্কুলছাত্রী বৃষ্টি হাসপাতালে ভর্তি হয়েছে। তার নিকটতম এক বান্ধবীর দেয়া ডালিম খেয়ে সে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বৃষ্টির পরিবারের ধারণা কোনো ছেলে প্ররোচনায় পড়ে বৃষ্টির বান্ধবী রতনা ওই ডালিম ফল খাইয়ে থাকতে পারে। ডালিম খাওয়ার দু ঘণ্টা পর বৃষ্টির জ্ঞান ফেরে। তবে এ ব্যাপারে বৃষ্টির বান্ধবী রতনার বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর মাঠপাড়ার আব্দুর রহিমের মেয়ে সুমাইয়া আক্তার বৃষ্টি নবম শ্রেণির ছাত্রী। একই গ্রামের বান্ধবী রতনা খাতুন গতকাল বুধবার বিকেলে বৃষ্টিকে আধখানা ডালিম খেতে দেয়। ডালিম খাওয়ার পরপরই বৃষ্টি অসুস্থ হয়ে পড়ে। হরদম বমি করতে থাকে। বৃষ্টি নেতিয়ে পড়ে জ্ঞান হারায়। তাকে সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির দু ঘণ্টা পর জ্ঞান ফেরে। বৃষ্টির পরিবারের লোকজনের ধারণা কোনো ছেলের দ্বারা প্ররোচিত হয়ে রতনা কোনো কিছু মিশ্রিত ডালিম খেতে দিয়েছে বলে মনে হচ্ছে। তবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।