টিপ্পনী

 

খবর: (ঘুষ গ্রহনের অভিযোগ : মেহেরপুরের ওসির বিরুদ্ধে মামলার আদেশ)

 

ওসি যদি ঘুষ খায়

চলে নাকি থানা,

উনি খুবই ভালো লোক

সকলেরই জানা।

 

মাঝে মাঝে চা বিড়ি

দিলে কিছু মিষ্টি,

তার পানে দেন তিনি

সুনজর দৃষ্টি।

 

সব ওসি সৎ লোক

বদনাম দিয়ো না,

জান্নাতি লোক তারা

আদালতে নিয়ো না।

আহাদ আল্লী মোল্লা