স্টাফ রিপোর্টার: নিবন্ধিতএলাকা ছাড়া অন্য সকল জায়গায় আভ্যন্তরীণ খেলার নামে নিপুন, ওয়ানটেন, ওয়ানএইট, চোড়চোড়ি, ডাইস, হাউজি ইত্যাদি খেলা নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। গতকাল বুধবারবিচারপতি মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টবেঞ্চ এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।২০১৩সালে আশুলিয়া মুকিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির সভাপতি শিপন পোদ্দার একই বছরেনওগাঁর জাফর উল্লাহ নামক ব্যক্তি এ সংক্রান্ত খেলা চলাকালে পুলিশ খেলাবন্ধে হস্তক্ষেপ করলে হাইকোর্টে রিট দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানিকরেন মমতাজ উদ্দিন মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেলমোতাহার হোসেন সাজু।এ রিটেরপ্রাথমিক শুনানি শেষে উক্ত খেলায় পুলিশের হস্তক্ষেপকে কেনো অবৈধ ঘোষণা করাহবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত। রুলের চূড়ান্ত শুনানি শেষেবুধবার আদালত এ রায় ঘোষণা করেন।আদালতবলেন, যদি এ সংক্রান্ত কোনো খেলা পরিচালনা করতে হয় তাহলে কিছু নির্দিষ্টজায়গায় জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। যদি শৃঙ্খলা ভঙ্গ না হয়, তাহলে তিনি অনুমতি দিতে পারেন। তার অনুমতি সাপেক্ষেই এ সব খেলা পরিচালনাকরতে হবে।