চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জের আমব্যবসায়ী রওশনের কাছে লাখ টাকা চাঁদা দাবি

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জের আমবাগান ব্যবসায়ী রওশনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির ফারুক ও মুন্না মারুফ পরিচয় দিয়ে আলাদা আলাদা মোবাইল থেকে সপ্তাখানেক ধরে এ চাঁদা চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন রওশন। কাউকে এ কথা বললে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়েছে মোবাইলফোনে।

চুয়াডাঙ্গা পৌরসভাধীন হাটকালুগঞ্জের তেতুল শেখের ছেলে রওশন বিভিন্ন আমবাগান কিনে আমের ব্যবসা করেন। গত এক সপ্তাহ ধরে ০১৮৬১৮৪৪৬৭১ নম্বর থেকে চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির ফারুক পরিচয় দিয়ে এক লাখ টাকা চাঁদা চায়। একই পার্টির মুন্না মারুফ বলে পরিচয় দিয়ে ০১৬২৩২৭৮৬১৭ থেকেও চাওয়া হয় ওই দাবিকৃত চাঁদা। তারা ০১৭৯১১৭৪০৭৬ নম্বরে টাকা বিকাশ করে পাঠানোর জন্য বলে বিভিন্ন হুমকি দেয়। কাউকে বললে হত্যা করা হবে বলেও তারা হুমকি দিয়েছে বলে জানান রওশন।