মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে অবিশ্বাস্য এক নাটকের জন্ম দিয়ে এবারের বিশ্বকাপআসর থেকে এক প্রকার বিদায়ই নিলো গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। শুধু নিয়মরক্ষার একটি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার সুযোগ পাবেজাভি-ইনিয়েস্তারা।অতীতের সকল পরিসংখ্যান উল্টে বুধবার রাতেরদ্বিতীয় ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করলো চিলি। আর এইম্যাচের মধ্যদিয়েই নির্ধারিত হয়ে গেলো‘বি’গ্রুপের ভাগ্য। ৬ পয়েন্ট নিয়েহল্যান্ড আর চিলি দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়ে যাওয়ায় বিদায় নিশ্চিত হয়েগেলো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও অস্ট্রেলিয়ার। এর আগে স্পেন ও চিলি মুখোমুখিহয়েছে মোট ১০ বার। এরমধ্যে আটটি খেলাই জয় পেয়েছে স্পেন। বাকি দু ম্যাচড্র হয়।
নিজেদের প্রথম ম্যাচে হল্যান্ডের কাছে ৫-১ গোলে হেরেঅনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ডেল বক্সের শিষ্যরা। সেই হতাশার বৃত্তেইমারাকানাতে তাদের জন্য রচিত হলো সমাধি। বিশ্বকাপের বিদায় ঘণ্টা বাজলো টিকিটাকার!খেলার প্রথম থেকেই গোলের জন্য মরিয়া ছিলো স্পেন। মাঝে মাঝেলং পাসেও খেলতে থাকে জাভি ইনিয়েস্তরা। কিন্তু ৯ মিনিটে ইনিয়েস্তা ও ১৫মিনিটে কস্তার দুটি ভালো প্রচেষ্টা রুখে দেন চিলির গোলরক্ষক। ২০ মিনিটেরমাথায় প্রথম সুযোগ পেয়ে কাজে লাগাই চিলি। গোল মুখে ক্যাসিয়াসের সামনেপড়া একটি বল দারুণভাবে স্পেনের জালে জড়ান ভারগেজ। জাবি আলানসোর একটিদুর্বল পাসের কারণেই এই বিপদ ভর করে স্পেন শিবিরে। ৪৩ মিনিটে চিলিকে আরোএগিয়ে দেন আরাঙগুইজ। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় চিলি।দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি ভালো আক্রমণ হলেও গোলে দেখা পায়নি কোনো দলই।