স্টাফ রিপোর্টার: বিপিএলেস্পট ফিক্সিঙে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় দলের সাবেকঅধিনায়ক আশরাফুলকে ৮ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ও ১০ লাখটাকা জরিমানা করেছে ট্রাইব্যুনাল। চারটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এ দণ্ডদেয়া হয়েছে। তবে এ রায়ের বিরুদ্ধে ২১ দিনের মধ্যে আপিলের সুযোগ পাবেনতিনি।রায় ঘোষণার দশ দিন পর গতকাল বুধবার বিকেলে গুলশান-২ এবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত ট্রাইব্যুনালে অভিযুক্তদের চূড়ান্তশাস্তির মেয়াদ ঘোষণা করা হয়।রায়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সেরব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীকে দশবছর নিষিদ্ধ ও ২০ লাখ টাকা জরিমানাকরা হয়েছে। এছাড়া শ্রীলঙ্কার কৌশল লুকুয়ারাচ্চিকে দেড় বছর ও নিউজিল্যান্ডেরলু ভিনসেন্টকে ৩ বছর নিষিদ্ধ করা হয়েছে।এর আগে ২৬ফেব্রুয়ারি ঘোষিত সংক্ষিপ্ত রায়ে নির্দোষ প্রমাণিত হয়েছেন জাতীয় দলের সাবেকবাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক,বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন ও পেসারমাহবুবুল আলম। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের চেয়ারম্যান সেলিম চৌধুরী ও প্রধাননির্বাহী কর্মকর্তা গৌরব রাওয়াদ এবং ইংল্যান্ডের ক্রিকেটার ড্যারেনস্টিভেন্সও নির্দোষ প্রমাণিত হয়েছেন।