মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ারবিপক্ষে ৩-২ ব্যবধানে জিতলো নেদারল্যান্ড। নেদারল্যান্ডের পক্ষে আরিয়েনরোবেন, রবিনভন পার্সি ও ডিপে প্রত্যকে একটি করে গোল করেন। অন্যদিকেঅস্ট্রেলিয়ার পক্ষে চাহিল ও মাইল জেডিনাক প্রত্যকে একটি করে গোল করেন। গতকালবুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় এ খেলা শুরু হয়।খেলা শুরু হওয়ার ২০মিনিটের মাথায় আরিয়েন রোবেনের গোলে এগিয়ে যান নেদারল্যান্ড। এর ঠিক একমিনিট পরেই চাহিলের গোলে সমতায় ফিরেন অস্ট্রেলিয়া। তখন উভয় দলের স্কোরদাড়ায় ১-১। তবে এরপরে আর কোনো গোলের দেখা উভয় পক্ষ না পেলেও দ্বিতীয়ার্ধের৫৪ মিনিটের মাথায় অস্ট্রেলিয়ান মাইল জেডিনাক প্রতিপক্ষের গোলে বল ঢুকিয়ে২-১ ব্যবধানে দলকে এগিয়ে নিয়ে যায়। তবে চার মিনিট পরেই নেদারল্যান্ডেররবিনভন পার্সি এক গোল করে দলকে সমতায় ফেরান। এর কিছুক্ষণ পরেই ৬৮ মিনিটেনেদারল্যান্ডের পক্ষে ডিপে আরো একটি গোল করে ব্যবধান বাড়িয়ে নেয়। ফলে স্কোরদাড়ায় নেদারল্যান্ড ৩ ও অস্ট্রেলিয়া ২। এরপর বাকি সময় অস্ট্রেলিয়ার পক্ষেকেউ গোল করতে না পারায় ৩-২ দিয়েই খেলা শেষ হয়।