স্টাফ রিপোর্টার: হযরতশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি সোনাসহ খাইরুল (৪১) নামেএক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। দুপুর সোয়া ১টার দিকে তাকে আটক করাহয়।মানবন্দরের শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো.আরেফিন বলেন, খায়রুল সৌদি আরব থেকে ‘ভিএস-৮০৮’ ফ্লাইটে বাংলাদেশে আসেন। তারবুকিং করা লাগেজেরভেতরে ২৫টি সোনার বার পাওয়া যায়। এর ওজন ২ কেজি ৯১৬গ্রাম। আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা। শুল্ক ফাঁকি ও সোনাচোরাচালানের অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরেরপ্রস্তুতি চলছে বলেও জানান তিনি।