মেহেরপুর অফিস: মেহেরপুর পৌর জামায়াতের সেক্রেটারি মাও. রফিকুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। তার বাড়ি পৌরসভার ১নং ওয়ার্ড নতুনপাড়ায় এবং তিনি গোভীপুর মাদরাসার শিক্ষক।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আতিয়ার রহমান জানান,গত বছরের হরতাল-অবরোধের সময় ককটেল বিস্ফোরণ ও সড়কের সরকারি গাছ কাটাসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনায় পুলিশের দায়ের করা ৭টি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। রফিকুলকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।