মেহেরপুরে একাধিক হত্যামামলার আসামি অস্ত্রসহ আটক

 

মেহেরপুর অফিস: মেহেরপুরের একাধিক হত্যামামলার আসামি সোহেলকে একটি এলজি শাটারগান ও একটি রামদাসহ আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নূরপুর গ্রামের মোড় থেকে তাকে আটক করে থানায় নেয় পুলিশ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আতিয়ার রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আব্দুল হকের নেতৃত্বে পুলিশ দুপুরে নূরপুর গ্রামের মোড়ে অভিযান চালায়। ওই অভিযানে সদর উপজেলার পিরোজপুর গ্রামের সাহার আলীর ছেলে সোহেলকে (২২) একটি এলজি শাটারগান ও একটি রামদাসহ আটক করা হয়। আটক সোহেল গত ১০ এপ্রিল নূরপুর গ্রামের মোড়ে ইসরাফিল নামের এক চরমপন্থিকে বাস থেকে নামিয়ে জবাই করে খুন এবং দু মাস আগে মনোরউদ্দিন নামের অপর এক চরমপন্থিকে বোমা মেরে খুন করে। সে ওই দুটি মামলার এজাহারভুক্ত আসামি।