বৃদ্ধ ভোটারদের আঙুল কেটে নেয়া তালেবান জঙ্গিদের হত্যা
মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়াএকদল বৃদ্ধের অমোচনীয় কালি মাখা আঙুল কেটে নেয়ায় অভিযুক্ত দু তালেবানবিদ্রোহীকে হত্যা করেছে দেশটির পুলিশ। গত রোবাবার পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে পুলিশ ও সেনাবাহিনীর যৌথঅভিযানে ওই দুজনকে হত্যা করা হয় বলে আফগান পুলিশের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার জানিয়েছে। গতশনিবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোট অনুষ্ঠিতহয়। এ নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরসূরী মনোনীত করেছেনআফগানবাসীরা। ২ জুলাইয়ে নির্বাচনের বেসামরিক ফলাফল ঘোষণা করা হবে।ওই দিনভোট দিয়ে বাড়ি ফেরার পথে হেরাতের হতভাগ্য এসব বৃদ্ধকে আটক করে কালি মাখা আঙুল কেটেনেয় তালেবান বিদ্রোহীরা।ভোট দেয়ার পর ভোটকেন্দ্র থেকে বাধ্যতামূলকভাবেআঙুলে এ কালি লাগিয়ে দেয়া হয়েছিলো।প্রথম পর্বের মতো চূড়ান্ত পর্বের ভোটওবানচাল করার হুমকি দিয়েছিলো তালেবান। তাতে তেমন সফল না হলেও গোষ্ঠীটি জানিয়েছে, এঘটনার বিষয়ে তাদের কিছু করার ছিলো না।