পোরাপাড়ায় থ্রি-হুইলার-আলমসাধু মুখোমুখি সংঘর্ষ : ৩ পুলিশসহ আহত ৬

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-জীবননগর সড়কেরদামুড়হুদা পোড়াপাড়া নামক স্থানেথ্রি হুইলার ও অবৈধযান আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে পুলিশও আসামিসহ ৬ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহতরাহলোপুলিশ সদস্য সাইফুল ইসলাম, আলাউদ্দিন ও বাবুল আহম্মেদ,আসামিদের মধ্যে মনিরুল ইসলাম, আব্দুল্লাহ, মিনাজুল।

পুলিশসূত্র জানায়,জীবননগর থানাপুলিশ থেকে গঙ্গাদাসপুরের মৃত আব্দুর রহমনের ছেলে মনিরুল ইসলাম (৪০), হাসাদহের ইউসুফ আলীর ছেলে মিনাজুল (৩৬) ও হাসপাতালপাড়া বজলুর রহমানের ছেলে আব্দুল্লাহকে সোমবার তাদেরকে আটক করে। গতকাল মঙ্গলবার দুপুরে জীবননগর থানার পুলিশ সদস্য সাইফুল ইসলাম, আলাউদ্দিন ও বাবুল আহম্মেদতাদের নিয়ে থ্রি-হুইলারযোগে চুয়াডাঙ্গা কোর্টে সোপর্দ করতে আসছিলেন। পথিমধ্যে দামুড়হুদার পোরাপাড়া নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সাথে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ পুলিশ সদস্যসহ আসামিরা আহত হয়। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান ও সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান এবং সার্বিক খোঁজখবর নেন। পুলিশ সদস্য আলাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।