পানি-বিদ্যুত সংকট: কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতেররাজধানী নয়াদিল্লির বিদ্যুত ও পানি সংকটের সমাধান করতে কেন্দ্রীয় সরকারকে২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে কংগ্রেস। গতকালমঙ্গলবার সকালে দিল্লিতে প্রদেশকংগ্রেস সভাপতি অরবিন্দ সিং লাভলি, প্রবীণ নেতা জগদীশ টাইটলার ও মুকেশশর্মার নেতৃত্বে বিক্ষোভে এ ঘোষণা দেয়া হয়।কংগ্রেসের অভিযোগ, বিদ্যুত সংস্থাগুলোর সাথে আঁতাত রয়েছে বিজেপি-আম আদমির। প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি তার নির্বাচনী বক্তব্যে আট বছরের মধ্যে দেশের প্রতিটি ঘরেবিদ্যুত পৌঁছে দেয়ার ঘোষণা করেন। কিন্তু ক্ষমতায় আসার সাথে সাথেইরাজধানী দিল্লিতে বিদ্যুতের ঘাটতি সামাল দিতে হিমশিম খাচ্ছে মোদি সরকার।কংগ্রেসনেতারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে সমাধান না হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরবাসভবন ঘেরাও করা হবে। বিক্ষোভের মধ্যে পতপারগঞ্জ ও দিলশাদ গার্ডেন এলাকায়বিজেপি ও আম আদমি পার্টির নেতাদের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ কংগ্রেসকর্মীরা। এ সময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। বেশ কয়েক ঘণ্টা রাস্তাঅবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস নেতারা।