দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দু আসামি গ্রেফতার করেছে। গত সোমবার রাতে দামুড়হুদা মডেল থানার এসআই আবু জাহের ভূইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি উপজেলার রঘুনাথপুর গ্রামের হানেফ মাস্টারের ছেরে মুকুলকে গ্রেফতার করেন। অপর দিকে ছুটিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই হাশেম পৃথক অভিযান চালিয়ে উপজেলার পোতারপাড়ার ঠাণ্ডু বিশ্বাসের ছেলে সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি শাহিনকে গ্রেফতার করেন। তাদের উভয়কেই গতকাল মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ।