টিপ্পনী

 

খবর: (হাঁড়ির মধ্যে টাকার মাপে কাগজ রেখে সটকেছে জাদুকর মুকুল সরকার)।

 

তেলেসমাতি ভিলকি দ্যাখো

জাদুকর এক লম্পট

দু লাখ টাকা হাতিয়ে নিয়ে

রাতারাতি চম্পট।

 

হারিয়ে টাকা পকেট ফাঁকা

জব্দ হলেন লোভী কাকা

জাদুকরের আঙুল ফুলে

ব্যবসা হলো ঝাকানাকা।

 

ফতুর ফতুর খেলা খেলে

কাকার মাথায় তেল,

অতি লোভে তাঁতি নষ্ট

হয়েছে আক্কেল।

আহাদ আলী মোল্লা