জীবননগরে ডিজিটাল মেলা অনুষ্ঠিত

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল মেলা অনুষ্ঠিত হয়। ডিজিটাল পদ্ধতির সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ভিশন-২০২১ বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাফিজের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু. মো. আব্দুল লতিফ অমল,ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন। ডিজিটাল পদ্ধতির সুফল সম্পর্কে সচেতনতার জন্য মেলায় উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি ইউনিয়ন তথ্যকেন্দ্র স্টল দেয়।