চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে গরিব মেধাবি ছাত্রছাত্রীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে গরিব মেধাবি ছাত্রছাত্রীর মাঝে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গত সোমবার জেলা পরিষদ মিলনায়তনে ২০১৩-১৪ অর্থ বছরে জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ১২৫ জন গরিব ও মেধাবি ছাত্রছাত্রীর মাঝে ৪ লাখ ৫৫ হাজার টাকা শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান ও সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হামিম হাসান। জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রমজান আলীর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, প্রধান সহকারী ইসরাইল হোসেন, হিসাব রক্ষক আসলাম উদ্দিন, সাঁটলিপিকার শাজাহান খান, উচ্চমান সহকারী বেদানা খাতুন, সার্ভেয়ার হাফিজুর রহমান, কম্পিউটার অপারেটর এমডি আসলাম হোসেন, জালাল উদ্দিন প্রমুখ।