চুয়াডাঙ্গায় ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালি

 

স্টাফ রিপোর্টার:কারিগরি শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালিও সংবাদ সম্মলন করেছে চুয়াডাঙ্গা কমিটির নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে র‌্যালিটি টেকনিক্যাল কলেজের ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টেকনিক্যাল কলেজের ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের ইন্সট্রাক্টর রেজাউল হক। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ.কে.এম শামসুদ্দিন, নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ সোহেল, সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সাইনুল হোসেন বিশ্বাস, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইন্সট্রাক্টর প্রকৌশলী আব্দুল মজিদ, ইলেট্রিক্যালের বিভাগীয় প্রধান হাসমত আলী, অটো চিফ ইন্সট্রাক্টর জহুরুল হক, চুয়াডাঙ্গা পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী টিপু সুলতান প্রমুখ।