স্টাফ রিপোর্টার:অবশেষে পদ্মা সেতু নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হলো। ১২ হাজার ১৩৩ কোটিটাকায় পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণে বাংলাদেশ সরকারের সাথে চুক্তিসই করেছে চীনা কোম্পানি চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।চুক্তি মোতাবেক ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতু তৈরি করতে চার বছরসময় লাগবে।গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সই হয়।পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এবং চায়না মেজর ব্রিজইঞ্জিনিয়ারিং কোম্পানির চেয়ারম্যান লিউজিমিং নিজ নিজ পক্ষে চুক্তিতে সইকরেন। চুক্তি সই অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএমান্নানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।চুক্তিসইয়ের পর ওবায়দুল কাদের বলেন, ‘আগামী দু-তিন মাসের মধ্যে পদ্মা সেতুরকাজ শুরু হবে এবং ২০১৮ সালে সাধারণের চলাচল শুরু হবে।’চায়না মেজরব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে ২ জুন পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণেকার্যাদেশ দেয় সরকার। গত ২২ মে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিরবৈঠকে পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে চীনা কোম্পানির দরপ্রস্তাব অনুমোদনদেয়া হয়।