চাঁপাইনবাবগঞ্জে বাবা ও দু মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

 

স্টাফ রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জেরগোমস্তাপুর উপজেলায় বাবা ও দু্ মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকালমঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার দুর্লভপুর গ্রামে পুলিশ তিন জনের লাশউদ্ধার করে গোমস্তাপুর থানায় নিয়ে আসে। দু মেয়েকে নিয়ে বাবা আত্মহত্যাকরেছেন বলে পুলিশের ধারণা।মৃতরা হচ্ছে- উপজেলার দুর্লভপুর গ্রামেরবদরুল হকের ছেলে মসিদুল হক (৩০) ও তার মেয়ে অপি (১০), অনি (৬)। বাবা মসিদুলহক গোমস্তাপুর সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখকের কাজ করতেন।গোমস্তাপুরথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ জানান, গোমস্তাপুর থানারওসি ফিরোজ আহমেদ ৩টি লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, ধারণা করাহচ্ছে অবুঝ মিয়া দু মেয়েকে হত্যার পর তাদের ফাঁসিতে ঝুলিয়ে নিজেও গলায়ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, পারিবারিক কলহেরজের ধরে রেজিষ্ট্রি অফিসের ভেন্ডার মসিদুল হক অবুঝের সাথে তার স্ত্রীপরশমনি গত সোমবার ঝঁগড়াঝাঁটি করে। একপর্যায়ে পরশমনি তার দু শিশু কন্যাকে রেখেপিতার বাড়ি চলে যায়। এরই জের ধরে অভিমানে মসিদুল হক অবুঝ গত সোমবার গভীর রাতেতার দু মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যা করে।