স্টাফ রিপোর্টার: বহুলআলোচিত রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মামলার রায়েরতারিখ পেছানো হয়েছে। আগামী ২৩ জুন এ মামলার রায় ঘোষণা করা হবে। গতকাল সোমবারঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিনের এ রায় ঘোষণা করার কথাছিলো। রায় লেখা শেষ না হওয়ায় আদেশের দিন পেছানো হয়েছে। এদিকে রায় ঘোষণাউপলক্ষে আদালতে হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ মামলার অন্যআসামিদের হাজির করা হয়।গত ২৮ মে মামলার অধিকতর যুক্তিতর্কের শুনানিশেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন রায়ের দিন ধার্যকরেন। গত বছরের ২৩ অক্টোবর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ২০০৮ সালের২৯ নভেম্বর হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্তকরে সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিলকরে।২০০১ সালের ১৪ এপ্রিল ছায়ানটের বর্ষবরণ উৎসবে বোমা হামলা চালানোহয়। এ হামলায় ১০ জন নিহত হন। বোমা হামলার ওই ঘটনায় ওই দিনই বাবুপুরা পুলিশফাঁড়িরসার্জেন্ট অমল চন্দ্র বাদী হয়ে রমনা থানায় মামলা করেন।