মাথাভাঙ্গা মনিটর: ভুটান সফররত ভারতের নতুনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির রাজপরিবারকে শ্রদ্ধা জানাতে গিয়ে ভুলকরে নেপালের রাজপরিবারবলে ফেলেছেন। গতকাল সোমবার ভুটানের পার্লামেন্টের এক যৌথ অধিবেশনে দেয়া ভাষণের শুরুতে তিনিএ ভুল করেছেন।অবশ্য ভুল করার সাথে সঙ্গেই ভারতীয় প্রধানমন্ত্রী তা শুধরেনেন।তিনি বলেন, “আমি শুরুতেই নেপাল, ভুটানেররাজপরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যারা গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণেরঅধিকার রক্ষা নিশ্চিত করেছেন।” মোদির এ ভাষণের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।ওই সামান্য ভুলটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের চোখ এড়িয়ে যায়নি, সেখানে ভুটান, নেপাল মোদির জন্য ভ্রমণটিপস ইত্যাদি হ্যাশ-ট্যাগ দিয়ে লেখা বার্তা আসা শুরু করে।মিহির পাধ্যেট্যুইট করেছেন, “প্রধানমন্ত্রী মোদি ভুটানকে নেপাল বলেছেন। হা হা হা। কী বিশালভুল!” জয়েশ সিন্ধে লিখেছেন, “আজ, মোদি ভুটান ও নেপালের মধ্যে প্যাঁচ লাগিয়েফেলেছেন। আশা করছি জাতিসংঘ বা ব্রিক সম্মেলনের সময় তিনি জাতিকে এ ধরনের বিব্রতকরপরিস্থিতিতে ফেলবেন না।”