মুলারের হ্যাটট্রিকে জার্মানির বড় জয়

 

 

স্টাফ রিপোর্টার: থমাস মুলারের হ্যাটট্রিকের সুবাদে পর্তুগালকে ডুবিয়ে বিশ্বকাপে উড়ন্তসূচনা করল জার্মানি। জার্মান গতির কাছে এক প্রকার আত্মসমর্পণই করলরোনাল্ডোর পর্তুগাল। জার্মানরা কয়েকটি সুবর্ণ সুযোগ হাতছাড়া না করলেব্যবধান আরও বড় হতে পারতো। গতকাল সোমবার রাতের প্রথম খেলায় পর্তুগালকে৪-০ গোলে হারিয়েছে জার্মানি। থমাস মুলারের দু গোলের সুবাদে প্রথমার্ধেই৩ গোলে এগিয়ে যায় জার্মানি। মাঠে নিজের ছায়া হয়েই থাকলেন রিয়ালমাদ্রিদ তারকা রোনাল্ডো। এ বিশ্বকাপে প্রথমবারের মতো লাল কার্ড দেখেমাঠ ছাড়েন পর্তুগালের রক্ষণভাগের অন্যতম কান্ডারি পেপে। এর পরেই অনেকটাদুর্বল হয়ে পড়ে পর্তুগিজরা।১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেদলকে এগিয়ে নেন মুলার। গোটজকে ডিবক্সের মধ্যে ফেলে দেন পেরেইরা। এতেপেনাল্টি পেয়েই সুযোগ কাজে লাগায় জার্মানরা। ৩২ মিনিটে কর্নার থেকেপাওয়া বলে মাথা ছুয়ে পর্তুগিজ জালে বল জড়ান হামমেলস।দুর্দান্ত এগোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়েনিজের দ্বিতীয় গোলটি করেন মুলার। ৭৮ মিনিটে নিজের প্রথম ও বিশ্বকাপের ৪৯তম হ্যাটট্রিক তুলে নেন মুলার। এটি এ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক।