টিপ্পনী

 

 

খবর: (সতীনের সাথে ঝগড়া করে বিষ্ণুপুরে একজনের আত্মহত্যার চেষ্টা)

 

কাটা ঘায়ে নুুনের ছিটা

সতীন ঢালে বিষ,

অন্য সতীন জ্বলে মরে

আর বাঁচিনে ইস!

 

দুই সতীনের ঝগড়া চলে

স্বামীর মাথায় আগুন জ্বলে

তুললো হাতে নড়ি;

বউ কেঁদে হয় হারেজারে

দিলো গলায় দড়ি।

 

স্বামীর মুরোদ শেষ;

বললে কিছু থানা-কোর্টে

মামলা হবে পেশ।

আহাদ আলী মোল্লা