স্টাফ রিপোর্টার: বাংলাদেশেআরো একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটলো। জাস্টিস প্রিভেইল পার্টি (জেপিপি) নামে এ নতুন দলটি ১২ দফা আহ্বান নিয়ে আত্মপ্রকাশ করেছে।গতকাল সোমবারসকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে দলটির নাম ঘোষণা করেনপার্টির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর আলম কমল।এসময় তিনি বলেন, জেপিপি’র প্রধান উদ্দেশ্য ঘুষ-দুর্নীতি প্রতিরোধ করা।দেশের মধ্যে যারা ঘুষ ও দুর্নীতি করেছে আমরা ক্ষমতায় গিয়ে তাদের বিচারেরআওতায় আনবো। দেশের মধ্যে নানা ধরনের ধর্ম ভিত্তিক ও নানা পন্থি রাজনৈতিক দলআছে। কিন্তু এদের মধ্যে তিন থেকে চারটি দল ছাড়া কোনো দলেরই রাজনৈতিকভিত্তি নেই।জেপিপি মুখপাত্র শহিদ চৌধুরি বলেন, সারাদেশে খুবশিগগিরই কমিটি গঠনের কাজ শুরু হবে। আমরাই হবো এ দেশের অন্যতম তৃতীয় শক্তি।আমরাই দেশকে সামনের দিকে এগিয়ে নেবো। দলটির নিবন্ধন নিতে এক সপ্তার মধ্যেইনির্বাচন কমিশন সচিবালয়ে (ইসি) যাবেন বলেও জানান তিনি।শহিদ চৌধুরিআরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গঠিত এ দলটি দেশের সমস্যা সমাধানের জন্যকাজ করবে। জেপিপি ক্ষমতায় আসলে দেশের কোনো সামাজিক সমস্যা থাকবে না। জেপিপিশ্রমিক ও খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে এবং কৃষিভিত্তিকশিল্প গড়ে তুলবে।এ সময় তিনি নতুন দলটি সফলতার সাথে যাতে এগিয়ে যেতে পারে সেজন্য সারাদেশের মানুষের দোয়া ও সমর্থন চান।