গতকাল সোমবার নির্বাহী ম্যাজিট্রেট সরকার অসিম কুমার ও ফারজানা খানমের নেতৃত্বে বড় বাজারে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাছ বিক্রেতা মো. এনামুল খানকে ৫০০ টাকা জরিমানা করা হয়। প্রায় ১০-১২ কেজি গ্লাসকার্প মাছ এবং ৫ কেজি শিংমাছে ফরমালিন পাওয়া যায়। সে চুয়াডাঙ্গা ইসলাম পাড়ারমৃত শাহজাহানের ছেলে। বিজ্ঞপ্তি।