স্টাফ রিপোর্টার: বরিশাল-৫ (সদর) আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগসমর্থিত প্রার্থী ও প্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরণের স্ত্রী জেবুন্নেছাআফরোজ। গতকালরোববার সকাল ৮টা থেকে একটানা ভোটগ্রহণ চলে। শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।প্রাপ্তফলাফলে দেখা গেছে, জেবুন্নেছা আফরোজ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬২৯ ভোট। তারনিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএফের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম লিটনটেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছে ৬ হাজার ১৩৬ ভোট।নির্বাচনকমিশন সূত্রে জানা গেছে, এ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৫৯টি। ভোট কক্ষ৮১০টি। মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ২২৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭০ হাজার৯৬৭ এবং নারী ১ লাখ ৭১ হাজার ২৬১ জন।সদর উপজেলানির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. দুলাল তালুকদার জানান, নির্বাচনে শতকরা ৫০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
প্রসঙ্গত, গত ৯ এপ্রিল সংসদ সদস্য হিরনের মৃত্যু হলে বরিশাল-৫ (সদর) আসনটি শূন্য হয়।