স্টাফ রিপোর্টার: হন্ডুরাসকে হারিয়ে দ্বিতীয় পর্বে ওঠার পথে এগিয়েছে ফ্রান্স। গতরাতের দ্বিতীয় খেলায় ফ্রান্স ৩-০ গোলে হন্ডুরাসকে হারায়।
ফ্রান্সের পক্ষে ৪৫ মিনিটে প্লেনাটি পেয়ে গোলটি করে বেনজামা। দ্বিতীয় গোলটি হয় হয় ভেলাডেরাসের পা থেকে। বলটি গোলবারে লেগে ফিরে এলেও গোলকিপারের হাতের ধাক্কায় গোলবারের ভেতরে যায়। রেফারি বাজান গোলের বাশি। ফ্রান্সের পক্ষে তৃতীয় গোলটি করে বেনজামা। খেলার মাঝে হন্ডুরাসের একজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়ে। ফলে হন্ডুরাসকে ১০ খেলোয়াড় নিয়েই খেলতে হয়। বিজয়ী দলের বেনজামা ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হয়।