মাথাভাঙ্গা মনিটর: কুমার সাঙ্গাকারার শতকে লর্ডস টেস্টে পাল্টা জবাবদিচ্ছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষেঅতিথিদের সংগ্রহ ৭ উইকেটে ৪১৫ রান।তবে এখনও ১৬০রানে পিছিয়ে শ্রীলঙ্কা।লর্ডসে নিজেরপ্রথম শতককে ১৪৭ পর্যন্ত নিয়ে যান সাঙ্গাকারা। তার ২৫৮ বলের ইনিংসটি সাজানো ১৬টি চারে।শ্রীলঙ্কার এ বাঁহাতি ব্যাটসম্যানের এটি ৩৬তম টেস্ট শতক।গত শনিবার ১ উইকেটে১৪০ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। শুরুতেই কৌশল সিলভাকে হারানোয় শুরুটা ভালো হয়নিঅতিথিদের।মাহেলা জয়াবর্ধনেরসাথে ১২৬ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন সাঙ্গাকারা। জয়াবর্ধনের (৫৫) বিদায়েরপর লাহিরু থিরিমান্নেও দ্রুত বিদায় নিয়ে অস্বস্তিতে পড়ে শ্রীলঙ্কা।তবে অধিনায়কঅ্যাঞ্জেলো ম্যাথিউসের সাথে ৯৬ রানের আরেকটি জুটি গড়েন দলকে কক্ষপথে ফেরান সাঙ্গাকারা।বাঁহাতি এ ব্যাটসম্যানকে বিদায় করে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান মঈন আলী।সাঙ্গাকারারবিদায়ের পর উইকেটরক্ষক ব্যাটসম্যান প্রসন্ন জয়াবর্ধনে ও নুয়ান কুলাসেকারা বিদায় নিলেওদলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ম্যাথিউস। শ্রীলঙ্কার অধিনায়ক অপরাজিত রয়েছেন ৭৯ রানে।প্রথম ইনিংসে৯ উইকেট হারিয়ে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করেছিলো ইংল্যান্ড।