মহেশপুর প্রতিনিধি: গতশবিবার রাতে মহেশপুর থানার চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেফতার করার পর বিশেষ টেলিফোনে গভীররাতে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে। মামলার বাদী হাবিবুর রহমান জানিয়েছেন, মহেশপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই বিপ্লব শনিবার রাতে অভিযান চালিয়ে বেগমপুর গ্রাম থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গোপাল হালদারের ছেলে অমল হালদারকে রাত ১১টার দিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে গভীররাতে তাকে ছেড়ে দেয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিপ্লব রায় আটকের সত্যতা স্বীকার করে বলেন, তিনি আসামি আটক করে থানাহাজতে রেখে ঘুমাতে যান। পরে আসামিকে কী করা হয়েছে তা তিনি জানেন না। এ বিষয়ে মহেশপুর থানার ওসি শাহাজান আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, রাজনৈতিক চাপে বিশেষ টেলিফোনে আসামি ছেড়ে দিতে হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদিকে থানা থেকে আসামি ছেড়ে দেয়ায় এলাকায় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাদী রহস্য উদঘাটনের জন্য সরকারের উচ্ছ মহলের সহযোগিতা কামনা করেছেন।