বৃষ্টি আইনে বাংলাদেশকে ৭ উইকেটে হারালো ভারত

 

স্টাফ রিপোর্টার: বৃষ্টি আইনে বাংলাদেশকে ৭ উইকেটে হারালো ভারত। বাংলাদেশ-ভারতেরতিন ম্যাচ সিরিজের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে হানা দেয় বৃষ্টি।বাংলাদেশের বিপক্ষে ২৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ ওভার ৪ বলে ১উইকেটে ১০০ রান করেছে ভারত। এরপর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেটস্টেডিয়ামে বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। তবে ২০ ওভারের আগেই বৃষ্টিনামায় এ ম্যাচে বৃষ্টি আইন কার্যকরা করা যাবে না। এরআগে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৭২ রান করেছে বাংলাদেশ।১১ বল খেলে কোনো রান না করেই আউট হন তামিম ইকবাল।এরপর ওয়ান-ডাউনে নামা মমিনুল ব্যক্তিগত ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরমুশফিকুর রহিমকে সাথে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন আরেক ওপেনার এনামুলহক। কিন্তু দলীয় ৮৪ ও ব্যক্তিগত ৪৪ রানে এনামুল আউট হলে ফের চাপে পড়েবাংলাদেশ। পরে সাকিবকে নিয়ে মোটামুটি চাপ সামাল দেন বাংলাদেশ অধিনায়ক। তিনি৫৭ বল খেলে ৫৯ রানে যখন আউট হন তখন ৩০ ওভারে বাংলাদেশের দলীয় রান ১৩৪।এরপর মাহমুদ উল্লাহকে সাথে নিয়ে ৪২ তম ওভারে দলীয় ১৯৯ রানে ও ব্যক্তিগত ৫২রানে আউট হন সাকিব আল হাসান। তিনি ৫৭ বলে ওই রান করেন। এরপর শেষের দিকেনাসির,মাশরাফি ও আবদুর রাজ্জাকের জড়ো ব্যাটিংয়ে ২৭২ রান পর্যন্ত তুলেবাংলাদেশ।