ডাব পাড়তে গিয়ে গাংনীতে ভ্যানচালকের করুণ মৃত্যু

 

 

গাংনী প্রতিনিধি:ডাব পাড়তে গিয়ে চোখানো বাঁশে বিধে জহুরুল ইসলাম জহুর (২৬) নামের এক ভ্যানচালকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর গাংনী থানাপড়ায় নিজ বাড়িতে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। সে থানাপাড়ার আরজুল্লাহ হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববারবিকেলে নিজ ঘরের টিনের ছাদে উঠে নারকেল গাছ থেকে ডাব পাড়ার চেষ্টা করছিলো জহুর। ডাব ধরে টানতে গিয়ে ঝুঁকি সামলাতে না পেরে নিচে পড়ে যায়। সেখানে রেলিংয়ের চোখানো বাঁশ তার গলা, বুক ও উরুতে বিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে নেয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ততোক্ষণে সে পাড়ি জমিয়েছে পরপারে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।এদিকে জহুরের মৃত্যুতে পরিবারস্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।তাকে হারিয়ে পাগল প্রায় পিতা-মাতাসহ পরিবারের সদস্যরা।