ডাউকি প্রতিনিধি: গতকাল শনিবার সকালের দিকে আলমডাঙ্গার ডাউকী গ্রামের কুলাঙ্গার পুত্র তোতার কুঁড়ালের আঘাতে পিতা লাল মিয়া রক্তাক্ত জখম হয়ে হারদী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এলাকা সূত্রে জানাযায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকী ইউনিয়নের ডাউকী গ্রামের লাল মিয়া পুত্রবধূর সাথে পারিবারিক কলহের জের ধরে ঝগড়া হলে পুত্র তোতা মিয়া কুড়াল দিয়ে পিতাকে বেদম প্রহার করে মাথায় ও পিঠে। প্রহারের এক পর্যায়ে লাল মিয়া জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। প্রতিবেশীরা খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে গ্রাম্য ডাক্তার সানোয়ারের নিকটে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার বেগতিক দেখে তাকে হারদী হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্খাজনক।