চুয়াডাঙ্গায় গ্রামীণ ফোনের থ্রিজি সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু

 

 

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গায় বেসরকারি মোবাইলফোন অপারেটর গ্রামীণ ফোন তৃতীয় প্রজন্মের থ্রিজি সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করেছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা শহীদ আলাউল ইসলাম সড়কে অবস্থিত গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টারে কেক কাটা,শোভাযাত্রা ও বেলুন ওড়ানোর মধ্যদিয়ে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন উদ্বোধন করেন। এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপার মো. রশীদুল হাসান গ্রামীণ ফোনের বিভাগীয় ব্যবস্থাপক সাজ্জাদ হোসেনের সাথে মুঠোফোনে ভিডিও কল করেন। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, গ্রামীণ ফোনের কুষ্টিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুল ইসলাম,টেরিটরি কর্মকর্তা সুবীর কুমার দাস ও আবু সাদাত শোয়েব, ডিস্ট্রিবিউটর (অপারেশন) এমএম তৌহিদ ও চুয়াডাঙ্গা কাস্টমার কেয়ারের ব্যবস্থাপক রোকনুজ্জামান।