করিমন চালকদের বিরোধ : উল্টে দেয়া করিমনযাত্রী লাকি জখম

 

স্টাফ রিপোর্টার: করিমন-আলমসাধু চালকদের বিরোধের কারণে উল্টে দেয়া করিমনের যাত্রী লাকি খাতুনের পা গুঁড়িয়ে গেছে। গতকাল রোববার দুপুরে দামুড়হুদা জুড়ানপুর মোড়ে এ ঘটনা ঘটে। এনজিওকর্মী লাকি খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেছেন, জুড়ানপুর থেকে তিনজন যাত্রী একটি করিমনযোগে দামুড়হুদার উদ্দেশে রওনা হন। জুড়ানপুর মোড় থেকে এক যাত্রী ওঠেন। সেখানে থাকা অন্য করিমন চালকরা ছুটে এসে আমাদের করিমন উল্টে দেয়। করিমন উল্টে পড়ে আমার পা ভাঙে। লাকি খাতুন জীবননগর সুটিয়ার ইউনুচ আলীর মেয়ে।