মাথাভাঙ্গা মনিটর: ইরাকের বর্তমান সঙ্কটের জন্য ২০০৩ সালের আগ্রাসন দায়ী নয় বলে দাবি করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।ব্লেয়ার বলেন, ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের ফলেইইরাকে আজকের এ সঙ্কট সৃষ্টি হয়নি। এছাড়াও অন্য একটি বড় সমস্যাএখনোআছে।ইরাকের চলমান সঙ্কটকে একটি আঞ্চলিক সঙ্কটউল্লেখ করে তিনি বলেন, এতেকরে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি।ব্লেয়ারের মতে, ২০০৩ সালে সাদ্দামকে ছেড়েদেয়া হলেও পরে যখন ২০১১ সালে তিউনিসিয়া, ইয়েমেন, লিবিয়া বাহরাইন এবং মিশরের মতো আরবদেশগুলোতে বিপ্লবের ঢেউ খেলে যেতো তখনও ইরাকে বড় ধরনের সঙ্কট দেখা দিত।তিনিবলেন, স্বৈরশাসকের পতন না ঘটলে কি হয় তাতো আপনারা দেখছেনই। সিরিয়ার প্রেসিডেন্টবাশার আল আসাদের ক্ষেত্রে এখন যা ঘটছে। সমস্যা থেকেই যাচ্ছে।ইরাক সমস্যাসম্পর্কে ব্লেয়ার তার ওয়েবসাইটে লিখেছেন, সিরিয়া-সঙ্কট নিয়ে পশ্চিমা নেতাদেরনিষ্ক্রিয়তা থেকেই আজ ইরাকের এ অবস্থা।২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীনবাহিনীর আগ্রাসনে ইরাকে সাদ্দাম হোসেন সরকারের পতন হয়। তখন থেকেই দেশটিতে সহিংসতাচলছে। গত মঙ্গলবার ইরাকের মসুল দখল করে নেয় সুন্নি জঙ্গিরা।ব্লেয়ার লেখেন, ইরাকের বর্তমান সঙ্কট আমাদের সৃষ্টি, এ ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আমরা এটিকরিনি।তিনি বলেন, ২০০৩ সাল নিয়ে তর্ক বিতর্ক চলতে পারে। এর কিছু বৈধভিত্তিও আছে। কিন্তু আজ ২০১৪ সালে এসে আমাদেরকে এটা বুঝতে হবে যে ইরাকের সমস্যাটাআঞ্চলিক। কিন্তু এটি এমন এক সমস্যা যা আমাদেরকেও ক্ষতিগ্রস্ত করবে।