মাথাভাঙ্গা মনিটর: ফেভারিটইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইতালি। ২০তম বিশ্বকাপের তৃতীয় দিন শনিবারভোর ৪টায় ব্রাজিলিয়ান বিশ্বখ্যাত রেইনফরেস্ট আমাজানের কাছাকাছি মানাউসস্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের খেলায় দুদলের ছিলো অত্যন্ত গতিময় ছন্দ। এ খেলায়দুদলই ফেভারিট হিসেবে মাঠে নামে। দুদলেই রয়েছে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়।চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও ফেভারিট ইংল্যান্ডের মধ্যাকার ম্যাচে কোনোফেভারিট না থাকলেও তারা ইংল্যান্ডকে এগিয়ে রাখেন। খেলায় ইংল্যান্ডের ভরসাওয়েইন রুনি বারবার গোল করতে ব্যর্থ হন। এমনকি তার একটি দুর্দান্ত শট গোলপোস্টে লেগে ফিরে যায়।৩৫ মিনিটে কর্নার কিক থেকে আসা বল মার্কোভেরাত্তির দেয়া বলে গোল পায় পিরলো। ৩৭ মিনিটে ওয়েইন রুনির বাড়িয়ে দেয়াক্রসে ডান পায়ে ড্যানিয়েল স্টারিজের হাফভলি শট ইতালির জালে ঠাঁই নিলেসমতায় ফেরে ইংল্যান্ড। ৫০ মিনিটে ইংলিশদের আনন্দ কেড়ে নিলেন ইতালিরস্ট্রাইকার মারিও বালোতেল্লি। সে গোল আর শোধ করতে পারেননি ইংলিশরা। এ দিনসবদিক দিয়ে তারা ইতালির থেকে পিছিয়ে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠছাড়ে ইংল্যান্ড।